পালিক ৫
eক িচলেত েলিখকাঃ েযাগােযাগঃ
pjা েমৗsমী
[email protected]
pিতিদন িঠক eখানটায় বেস িক সব ভাবনার চাকা ঘুের তার মেন – আিম েদিখ আড়াল েথেক দাঁিড়েয় দূের। aসmব ভাললাগা িনেয় েদিখ তােক চেল েযেত; uদাসী েমেঘর মত কােরা জn েরেখ েযেত eক িচলেত ভাললাগার আেবশ aিবরত। আিম জািন – েস জােন আমােদর তীথর্ eখােন হয়না যিদo বলা dজন dজনােক তবু তা েজেগ থােক মেন সnয্ার আগমেন পািখ শুধু জােন। aতঃপর সাতিট পাতার sৃিতিচh যাবার আেগ eঁেক eকিট নয় dেটা নয় িঠক সাতিট েরেখ চেল যায় পুরেনা িঠকানায়; সাতিট aমরাবতী েসেজ থােক সব rপ েমেখ িবিsত েচাখ dিট জােন। েয সাত sর ছড়ােত চায় আমােক চায় েতামােকo বুঝেত পােরা িকনা জািননা, না জানেলo জািন eটুk সmকর্ বাঁধা পেড় সাত পােক তুিমo বাঁধেল আমায় জীবেনর পােক দূর েথেক; পাতারা তা জােন। aচানক দমকা হাoয়া eক কণা েমঘ আেস িনেয় েভেস েভেস eককােল বুেক বাঁেধ বােরামাসী নদী জলটুk িদেয় েsােতর েতােড় আিম যাi েভেস – ক রা জােন।
Palki – 5th Edition – 14th October, 2008. http://www.calcuttans.com/palki
পালিক ৫
দূরেtর েভতর-বািহর েয েছেলটা পরীkােত eকশ পায়? তােক িঘের আনn সব, তােক িঘেরi sবণর্ েপছন সািরর নাম না-জানা েসi েমেয় েছেলর জn সবুজ পাতায় ভিরেয় তুেল aরণয্। েয েছেলটা পরীkােত eকশ পায়? শুেনিছল কেব েমেয় নীল রঙ তার ভীষণ িpয় যt কের েমঘ জড়ােলা আকাশ-েছাঁoয়া নীল rমােল। েছেলর ভুবন ছড়ান-িছটান সীমাহীন eক নীেলর মােঝ িশuিল গেn েভজা rমাল থমেক যায় তার েমঘ-েদয়ােল। সবাi জােন, েছেল েকবল পরীkােত eকশ পায় জােন েমেয়! জানলা গেল েরাদটা েকমন েছেলর মুেখ থমেক যায়। d-পয়সার eক েছাT ঘুিড় েকমন কের eক িনিমেষ আকাশটােক বল বািনেয় েছেলর েচােখ নািমেয় েদয়। েয েছেলটা পরীkােত eকশ পায়? েচাখ তুলেলi পাrল-লতা, মেনর েভতর চnনা েপছন সাির aেনক দূের, aেনক দূের লাল িফেত পd-েভজা সজল েমেয়র নাম রয় aজানা। তবুo বুিঝ কখেনা বা ঝেড়র িদেনর ঘূিণর্ হাoয়ায় েছেলর বুিঝ dnd লােগ! কৃ চূড়া লাল-িফেতেত পাল ছিড়েয় হািরেয় যায়। েঘারo কােট; তািকেয় েদেখ পাrল-লতা িকংবা েকােনা চnনা। দিলেয় যায় েছেল ঘােসর যত িশিশর েনালক তখন েছেল আনমনা। aেনক দূের দাঁিড়েয় থােক েমঘ-পািনেত েমেয়র েকবল কাnা পায় েসi েছেলটাi পরীkােত eকশ পায়!
Palki – 5th Edition – 14th October, 2008. http://www.calcuttans.com/palki